প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০
ডাক্তার বন্ধুদের সাথে সমাজকল্যাণমন্ত্রীর একদিন
ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের ডাক্তার বন্ধুরা এসেছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নির্বাচনী এলাকা চাঁদপুর সফরে। শনিবার সকাল ১১টায় মন্ত্রীর চাঁদপুর শহরস্থ বাসভবনে বৈঠকে মিলিত হন তাঁরা। মেডিকেল কলেজের স্মৃতির আড্ডায় খোশ গল্পে মেতে উঠেন। মেডিকেলে পড়াকালীন বন্ধুদের কাছে পেয়ে সবাই আবেগআপ্লুত হয়ে পড়েন। এই সফরের অংশ হিসেবে মন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর ডাক্তার বন্ধু ও সফর সঙ্গীদের নিয়ে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।