প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুরে ১৩ জেলে গ্রেফতার
চাঁদপুর মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় ১৩ জেলেকে গ্রেফতার করেছে চাঁদপুর নৌ-থানা পুলিশ। গত ৭ মার্চ সন্ধ্যা হতে ৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বরের বাঁশগাড়ি নামক স্থান হতে ১। মোঃ আনোয়ার মাঝি (৩৭), ২। আনোয়ার খাঁ (৩৫), ৩। জবেদ আলী (৩৫), ৪। ফরিদ খাঁ (২৪), ৫। আল আমিন সরদার (২৫), ৬। মোঃ শান্ত খাঁ (১৯), ৭। মোঃ আরিফ হোসেন মাঝি (২৭), ৮। মোঃ ইয়াসিন গাজী (৩০), ৯। ফারুক মোল্লা (৩৫), ১০। সামিদ মিজি (২৫), ১১। মোঃ বিল্লাল বেপারী (৩৮), ১২। ফারুক বকাউল (৩৫), ১৩। মোঃ সাফায়েত হোসেন মৃধা (১০)কে গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত থেকে ২১ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ১৩ জন আসামীর মধ্যে ১২ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনের ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।