প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার ৭ মার্চ পালন
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান। বক্তব্য রাখেন প্যানেল মেয়র আঃ মান্নান পরান, কাউন্সিলর খোতেজা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের গুরুত্ব অসীম। এক ভাষণেই তিনি বাঙালি জাতির মুক্তি, স্বাধীনতার ঘোষণা এবং প্রতিরোধের ডাক দিয়েছিলেন। তাঁর ভাষণটি আজও আমাদের উদ্বেলিত করে। আমাদের প্রতিটি নাগরিকের উচিত ঐতিহাসিক এই ভাষণটির যথাযথ গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্যে কাজ করা।