প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
ইসলামিক ফাউন্ডেশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শীর্ষক আলোচনা সভা
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : বাঙালি জাতির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর শহরের ফিশারী গেইট এলাকাস্থ ইফার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু যে ৬দফা দিয়েছিলেন, সেটা ছিল মুক্তির সনদ। শোষণ, বঞ্চনা ছিলো পাকিস্তান কর্তৃক বাঙালির উপর। সে থেকেই বঙ্গবন্ধু পাকিস্তানি শোষকদের জানান দিয়েছিলেন বাঙালি জাতি মুক্তি চায়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে ইনশাআল্লাহর গতি ছিলো খুব বেশি। সে ভাষণে ছিল আল্লাহর রহমত। তার দরুণ মুক্তিকামী বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে যার যা কিছু আছে তা নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ স্বাধীন দেশে ইসলামী ভাবধারা ও সঠিক সংস্কৃতি চর্চার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত রেখেছেন। যেমনটি বঙ্গবন্ধুও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান করে ইতিহাসে নাম লিখিয়েছেন।
জেলা ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী । স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ সফিউল্লাহ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মোঃ আবু হানিফ।
ইফার ফিল্ড সুপারভাইজার জুলফিকার হাছান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর মারকাজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন কল্যাণপুর আল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুল খালেক। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল হাসান। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর বাবা মরহুম হাবিব উল্লাহ বেপারীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।