সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

চলচ্চিত্র প্রদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবু ছাইদ বলেন, ‘মুজিব’ শুধু একটি সিনেমা নয়, এটি জাতির জন্যে ইতিহাসের একটি দলিল। এই দলিলের মাধ্যমে জাতির পিতার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং একটি দেশের স্বাধীনতা অর্জনসহ ইতিহাসের অনেক অজানা তথ্য শিক্ষক ও শিক্ষার্থীরা জানতে পেরেছে।

আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, শ্যামল কৃষ্ণ সাহা, শাহজাহান মুন্সী প্রমুখ।

বক্তব্য শেষে জাতির পিতাসহ সকল শহিদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন শিক্ষক মহিউদ্দিন মোঃ নাজমুস শাহাদাত। এরপর ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মোঃ আবু ছাইদসহ শিক্ষকরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়