প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে প্রাক-বৈবাহিক কাউন্সিলিং বিষয়ক কর্মশালা
অল্প বয়সে গর্ভধারণ বিলম্বিত করার জন্যে প্রাক-বৈবাহিক কাউন্সিলিং প্রকল্পের আওতায় বিবাহ রেজিস্ট্রির নিয়ে ফরিদগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইসিডিডিআরবির আয়োজনে এবং ইউএনএফপিএ ও সিডার সহযেগিতায় বুধবার (৬ মার্চ) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী।
এ সময় তিনি বলেন, আমরা এমডিজি অর্জন করেছি। এখন এসডিজি লক্ষ্যমাত্রায় পৌঁছতে যে কয়েকটি সূচক রয়েছে, তার মধ্যে মাতৃত্বকালীন মৃত্যু হার রোধ করা একটি। বর্তমানে তা প্রতি লক্ষে ১৬৩ জন থাকলেও ৭০ জনে নিয়ে আসতে হবে। আমরা চাই না মাতৃত্বকালীন কোনো মা এবং তার গর্ভের শিশুর মৃত্যু হোক। তাই আমাদের প্রতিটি স্তরের লোকজনকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহযোগিতার হাত বাড়াতে হবে। গবেষণায় দেখা গেছে, মাতৃত্বকালীন মৃত্যুর জন্যে অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণ একটি বড় কারণ। প্রথমত বাল্যবিবাহ রোধ করতে হবে। আপনাদের কাছে বিয়ে পড়াতে যারা আসে, তাদের আপনারা এসব বিষয়ে সচেতন করবেন।
কর্মশালা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান ডাঃ সামিউল আলম পাঠান। আইসিডিডিআরবির ফিল্ড রিসার্চ সুপারভাইজার অমিত কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, কাজীদের পক্ষে মোঃ আজাদ, পুরোহিতদের পক্ষে সুবীর চক্রবর্তী ও মানিক গোস্বামী।