সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০

উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

সেলিম রেজা ॥
উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বুধবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী। তিনি বলেন, শহরের দরিদ্র, শ্রমজীবী অধ্যুষিত এলাকায় এ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা ক্রীড়া ও নৃত্যে যে নৈপুণ্য দেখিয়েছে তা খুবই প্রসংশনীয়।

তিনি বলেন, এ বিদ্যালয়ের একতলা ভবনটি ঝুঁকিপূর্ণ। ছাদ ও দেয়ালের পলেস্তার খসে পড়ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির সহযোগিতায় ঝুঁকিপূর্ণ একতলা ভবনটি পুনঃনির্মাণের ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহআলম মল্লিকের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সমাজসেবক ওয়াসিম মোল্লা, শিক্ষক অভিভাবক কমিটির সহ-সভাপতি হানিফ চোকদার। আলোচনা সভাশেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রেজ্জাক সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মুজিবুর রহমান, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার। বক্তব্য রাখেন সমাজসেবক ডাঃ মোস্তফা কামাল। উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা সাঁতারু মোঃ ছানাউল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়