প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০
অসহায় কিডনি রোগীকে ওষুধ প্রদান
একজন অসহায় কিডনি রোগীকে ওষুধ কিনে দিয়েছেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব। কিডনিজনিত সমস্যায় চিকিৎসাস্বরূপ মাসে প্রচুর টাকার ওষুধ কিনতে হয় রোগীকে। একজন ব্যক্তি চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সহ-সভাপতি আফজাল কাজীর সাথে যোগাযোগ করলে তিনি চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় ঐ ব্যক্তিকে এক মাসের ওষুধ কিনে দেন এবং পরবর্তীতে কোনো প্রয়োজন হলে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব তাদের চেষ্টা অনুযায়ী সহযোগিতা করবে বলে জানান। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।