শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০

মতলব উত্তরে বেদে সম্প্রদায়ের মাঝে সারা ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা
মাহবুব আলম লাভলু ॥

‘এসো মানবতার হাত বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মাণে’ এ স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় সারা ফাউন্ডেশনের উদ্যোগে কালিপুর এলাকায় বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট শুক্রবার বিকেলে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল। তিনি বলেন, নৌকায় তাদের জন্ম, নৌকায় বেড়ে ওঠা, নৌকায় চলে তাদের সংসার-ধর্ম। তাবিজ-কবজ বিক্রি, শিঙ্গা লাগানো, সাপ ধরা, সাপের খেলা দেখানো, বানর খেলা দেখানো, জাদু বিদ্যা প্রদর্শন-এসবই বেদে সম্প্রদায়ের মানুষজনদের জীবিকা নির্বাহের প্রধান উপায়। কিন্তু বর্তমান করোনাকালে তারা দুঃসহ মানবেতর জীবন-যাপন করছে। ঘরে খাবার নেই। মুখে হাসি নেই। অনিশ্চিত জীবনের পথে এগিয়ে চলেছে তারা। এজন্যে তাদের মাঝে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু ও মুড়ি।

এ সময় উপস্থিত ছিলেন মতলব বার্তার সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী, সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল আহমেদ, ফয়সাল প্রধান, জুয়েল আহমেদ, আমির হোসেন ও মোঃ সুমন।

উল্লেখ্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে সারা ফাউন্ডেশন নামের এই সংগঠনটি গঠন করেছে। এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এ ফাউন্ডেশনের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়