প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
শহীদে মিল্লাত আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রঃ)-এর স্মরণে গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুরের অসংখ্য মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন অলি আল্লাহর মাজার, দরগাহ ও পীর মাশায়েখদের খানেকায় স্মরণসভার আয়োজন, মিলাদ ও দোয়ার মাধ্যমে শহীদ ফারুকীকে স্মরণ করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার ঘোষিত কর্মসূচি হিসেবে সারা জেলায় গতকাল এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদ কমিটি এবং সাধারণ মুসল্লিদের উদ্যোগেও আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রঃ) স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে মুসল্লিরা ইসলামের এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর খুনিদের বিচার যেনো আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় আর খুনিরা যাতে চিহ্নিত হয়ে যায়।