মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাইমচরে উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সভাপতি ফারুক, সম্পাদক দিপু ও সাংগঠনিক জাহিদ

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচরে উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও মনোমুগ্ধকর আয়োজনে উপজেলা প্রেসক্লাব হাইমচরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাব, হাইমচরের কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২৪-এ সভাপতি পদে ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সাহেদ হোসেন দিপু ও সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম নির্বাচিত হন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরীফ হোসেন ও যুগ্ম সম্পাদক পদে ২ জন সমান ভোট পাওয়ায় সাজ্জাদ হোসেন রনি নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আল মামুনকে আগামী দুই বছর দায়িত্ব পালনের সুযোগ দেন।

১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সিকদার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জিএম ফজলুর রহমান আকাশের সার্বিক তত্ত্বাবধানে ২৭ ভোটারের মধ্যে ২৬টি ভোট কাস্ট হয়। এতে ফারুকুল ইসলাম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম জহির পান ৯ ভোট।

উপজেলা প্রেসক্লাবের এ উৎসবমুখর নির্বাচন পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত সরকার, হাইমচর থানার ওসি (তদন্ত) মোঃ অলিউল্লাহ, হাইমচর ফায়ার স্টেশন লিডার (ভারপ্রাপ্ত অফিসার) মোঃ রতন শেখ প্রমুখ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু বলেন, এ বিজয় আমার একার নয়, এ বিজয় সাংবাদিকদের, এ বিজয় হাইমচর উপজেলাবাসীর। আমার প্রেসক্লাব সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। তারা কেউ আমার প্রতিদ্বন্দ্বী না হয়ে আমাকে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন। আগামী ২ বছর তাদেরকে সাথে নিয়েই সকল কাজ সম্পাদনে সার্বিক সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত সভাপতি মোঃ ফারুকুল ইসলাম বলেন, হাইমচরবাসী এ ধরনের একটি বিজয়ের অপেক্ষায় ছিলো। আমি প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আমাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণে আমি সর্বদা সচেষ্ট থাকবো। তাদেরকে সাথে নিয়েই সকল কার্যক্রম সম্পাদন করবো ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশনার মাজহারুল ইসলাম শফিক জানান, উপজেলা প্রেসক্লাবের এ নির্বাচন সমগ্র উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। হাইমচরবাসীর চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত এ প্রেসক্লাবে আগামী দিনের নেতৃত্ব দেখার অধীর আগ্রহে অপেক্ষমান ছিলো। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট পেপারের মাধ্যমে। তাই সাংবাদিকরা তাদের অভিভাবক নির্বাচন করতে সহজ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়