মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের বিভিন্ন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের বিভিন্ন প্রতিযোগিতা

‘সময় আলোকিত হোক একুশের চেতনায়’ এই শ্লোগানকে সামনে রেখে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদ পুরাণবাজারের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় চাঁদপুর পুরাণবাজার কেন্দ্রীয় শহীদ মিনার, মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় মাঠ ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও হস্ত লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের মহাসচিব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, সাংবাদিক বিমল চৌধুরী, মিজানুর রহমান খান বাদল, সদস্য আঃ মজিদ খান ডেঙ্গু, একে আজাদ, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ধ্রুবরাজ বণিক, সদস্য সচিব মোহাম্মদ লিটন সরকার, যুগ্ম আহ্বায়ক কার্তিক সরকার, আবু বকর সিদ্দিক, বিপ্লব দাস কুট্টি প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩টায় পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুরাণবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এছাড়াও এদিন শহিদ দিবস উদযাপন পরিষদের আয়োজনে শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, শপথ বাক্য পাঠ, সন্ধ্যায় দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকল অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন উদযাপন পরিষদের সভাপতি ফয়েজ আহম্মদ মন্টু ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়