প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলব উত্তরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৪ ॥ বহিষ্কার ২
মতলব উত্তর উপজেলার ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়। মতলব উত্তর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার ১০টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অনুপস্থিত ছিল ১৪ জন। আর পরীক্ষায় নকলের দায়ে দাখিলের পরীক্ষা কেন্দ্র ফরাজীকান্দি কামিল মাদ্রাসায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য মতে, এসএসসি পরীক্ষার কেন্দ্রের মধ্যে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৮২০ ও অনুপস্থিত ৩জন; নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৪৪৬ ও অনুপস্থিত ১ জন; দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৫২৫ ও অনুপস্থিত ২জন ; বাগানবাড়ী আইডিয়াল একাডেমী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৬১৯ ও অনুপস্থিত ১জন; নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৪৬২ জন ও অনুপস্থিত ২জন; জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৪১০ জন; সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১৮৯ ও অনুপস্থিত ১ জন; ভোকেশনালে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১৯০জন ও অনুপস্থিত ১জন; সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৪৭ জন এবং দাখিল পরীক্ষার ফরাজীকান্দি কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৪৯৫ জন ও অনুপস্থিত ৩ জন।
এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান এবং একটি পর্যবেক্ষক দল সার্বক্ষণিক পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন।
পরীক্ষার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিক।