মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজ পদার্থবিদ্যা বিভাগের বসন্ত বরণ

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি কলেজ পদার্থবিদ্যা বিভাগের বসন্ত বরণ

ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ১৪৩০। দেশীয় সাজসজ্জায় কলেজের মূল ভবনের ২০৬নং কক্ষে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হওয়া বসন্ত বরণ অনুষ্ঠানে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

‘আহা আজি এই বসন্তে’ কিংবা ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ কিংবা ‘বসন্ত এসে গেছে, কখনও ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’ প্রভৃতি গান, কবিতা এবং নাচ দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানস্থলকে মাতিয়ে রাখে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। সাথে ছিল পিঠা পুলির উৎসব। পিঠা খেয়ে প্রশংসা করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করায় পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরো বড় পরিসরে সকল বিভাগের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, সহকারী অধ্যাপক জিসান আহমেদ সরকার, প্রভাষক গোপাল কৃষ্ণ ভৌমিক এবং প্রভাষক মোহাম্মদ এনামুল হকের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা নাচ, গান এবং কবিতায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়।

বসন্ত বরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং ছাত্র নেতৃবন্দ উপস্থিত থাকায় বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন বাহার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়