মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রাজারগাঁও ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলমগীর কবির ॥
রাজারগাঁও ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ গত ১৩ ফেব্রুয়ারি ৬নং রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে এবং ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাক উল্যার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাইদ চৌধুরী। বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজারগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবতাবুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, মোঃ মনির হোসেন, দীনেশ রায়, লিপিকা পাল, আসমা আক্তার, অমূল্য চন্দ্র, মোশারফ হোসেন, মোঃ হাসান মাহমুদ, মোঃ সাখাওয়াত, বিলকিছ আক্তার, হাজেরা বেগম ও মোঃ শামছুদ্দিন পাটওয়ারী। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শফিউল আলম, মনির হোসেন, খোরশেদ আলম, এনামুল হক, কামরুল ইসলাম, নারগিস আক্তার, মোশারেফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বাছাইকৃত ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিগণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়