প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর পৌরসভার প্রকাশনা
বইমেলায় পাওয়া যাচ্ছে ‘চাঁদপুর সমগ্র’
চাঁদপুর অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ‘চাঁদপুর সমগ্র’ প্রথম খণ্ড। বইটির লেখক মুহাম্মদ ফরিদ হাসান। প্রকাশক চাঁদপুর পৌরসভা। পরিবেশক পরিবার পাবলিকেশন্স। রয়েল সাইজ ৩১২ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মুদ্রিত মূল্য ৭৫০ টাকা, বিক্রয় মূল্য ৫২৫ টাকা।
বইটির লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান বলেন, আমি দীর্ঘদিন চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করছি। আমার লেখা ও সম্পাদনায় এ পর্যন্ত চাঁদপুর সংক্রান্ত দশটি বই প্রকাশিত হয়েছে। আরও পাঁচটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। পূর্বে প্রকাশিত বইগুলোর কোনো কোনোটির সব কপি নিঃশেষিত। আবার অনেক পাঠক চাঁদপুর সম্পর্কিত বইগুলো এক মলাটে পেতে চান। সেজন্যে চাঁদপুর সম্পর্কিত উল্লেখযোগ্য পাঁচটি বই নিয়ে ‘চাঁদপুর সমগ্র’ প্রথম খণ্ড প্রকাশের প্রয়াস। অন্তর্ভুক্ত বইগুলো হলো : ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’, ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’, ‘কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর’, ‘চাঁদপুরের বরেণ্যদের আগমন’ এবং ‘শতবর্ষে চা শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১’। এ গ্রন্থগুলো যথেষ্ট সংযোজিত-বিয়োজিত হয়ে ‘চাঁদপুর সমগ্র’-এ অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও গবেষণা কাজটি অনেকটা একলা পথ হাঁটার মতো কাজ। এমন নির্বান্ধব পথে যাঁর উৎসাহ ও স্নেহ সবসময় পেয়েছি তিনি প্রিয় দীপু মনি আপা। চাঁদপুর বিষয়ক গবেষণা কাজ পূর্বে খুব সীমাবদ্ধ পরিসরে হতো। এই গণ্ডি ব্যাপৃত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তাঁর আন্তরিকতায় চাঁদপুরকে নিয়ে গবেষণা কাজ করা সহজতর হয়েছে। তাঁকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর পৌরবাসীর কাছে আমার অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিনির্ভর চাঁদপুর বিনির্মাণে কাজ করা। বিগত দিনে এ বিষয়ে আমরা অনেক বহুমাত্রিক কাজ করেছি। চাঁদপুর বিষয়ক গবেষণাগ্রন্থ প্রকাশও এই কার্যক্রমের অংশ। আনন্দের বিষয়, যুক্তরাজ্যের লন্ডন বইমেলা ও ভারতের কলকাতা আন্তর্জাতিক গ্রন্থমেলায় আমাদের প্রকাশনাগুলো প্রদর্শিত হয়েছে।
তিনি আরও বলেন, চাঁদপুর পৌরসভার চারটিসহ মোট পাঁচটি বই নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় (২০২৪) প্রকাশিত হচ্ছে ‘চাঁদপুর সমগ্র’ প্রথম খণ্ড। আমরা বিশ্বাস করি, বইটি চাঁদপুরবাসীকে এই ভূখণ্ডের লুপ্ত ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানাতে সাহায্য করবে।
বইটির পরিবেশক জানান, ঢাকা বইমেলার পরিবার পাবলিকেশন্সের ৫২৪-৫২৫ নং স্টলে এবং চাঁদপুর বইমেলার ছায়াতরু, শিল্পনন্দন, বইছায়া ও পৌরসভার স্টলে চাঁদপুর সমগ্র পাওয়া যাচ্ছে।