প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে সরস্বতী বন্দনা ১৪৩০ উদযাপন
প্রকৃতির আনন্দধারায় সপ্ত সুরের মূর্ছনা নিয়ে বীণারঞ্জিত, পুস্তক হাতে ভগবতী ভারতী দেবীর আগমন উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে ১৪ ফেব্রুয়ারি (বুধবার) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সরস্বতী বন্দনা ১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় কলেজের রাজু ভবনের সামনে প্রতিমা স্থাপন করা হয়। পূজা আরম্ভ হয় ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায়। শ্রীপঞ্চমী তিথিতে চাঁদপুর সরকারি কলেজের পূজারিবৃন্দ শ্রীশ্রী সরস্বতী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন বেলা সাড়ে ১১টায়। পূজা পরিচালনা করেন বিশিষ্ট পুরোহিত শ্রী নিরঞ্জন চক্রবর্তী। পূজা শেষে সঙ্গীত আয়োজন করা হয় দুপুর ১২টায় এবং প্রসাদ বিতরণ করা হয় দুপুর সাড়ে ১২টায়।
এবারের পূজায় পূজারিবৃন্দের আশাব্যঞ্জক উপস্থিতিতে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিমোহিত হন এবং সকলকে ধন্যবাদ জানান। মাতৃবন্দনার এ আয়োজনে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান, সকল বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারীগণ, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি পূজা প্রাঙ্গণকে মহিমান্বিত করায় পূজা কমিটির আহ্বায়ক অমর চন্দ্র দাসও সকলকে ধন্যবাদ জানান। পূজা শেষে সকল শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রসাদ বিতরণ ও আপ্যায়ন করানো হয়।