প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা
‘খেলাধুলা পড়ালেখার অবিচ্ছেদ্য অংশ’ স্লোগানে কচুয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র ও জামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।