প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য
মুক্তিযোদ্ধার স্ত্রীর জায়গায় ভবন নির্মাণের অভিযোগ
মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মুক্তিযোদ্ধার স্ত্রী দিলরুবা আক্তারের জায়গায় প্রতিপক্ষ ফাহিমা বেগম গং ভবন নির্মাণের অভিযোগ করছে ভুক্তভোগীরা।
সরজিমনে গেলে মুক্তিযোদ্ধার স্ত্রী দিলরুবা আক্তার জানান, আমি আশ্বিনপুর মৌজার বীর মুক্তিযোদ্ধা মৃত আলী নেওয়াজের স্ত্রী হিসেবে বিএস-১৫৩নং খতিয়ানের ৫৮২৬দাগে .১৮০০ একর সম্পত্তির মালিক ও দখলকার। এই সম্পত্তিতে স্বামীর পূর্ব পুরুষগণ বাড়ি-ঘর-উঠোন ভোগ করে আসছেন। কিন্তু পাশাপাশি জায়গার মালিক ফাহিমা বেগম তার মেয়ে তন্নী বেগম ও এলাকার শহীদ বৈদ্যের সহযোগিতায় উক্ত জায়গায় ঘর নির্মাণ করছে। এ ব্যাপারে দিলরুবা আক্তার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থায় থাকার রায় প্রদান করে (মামলা নং-৭৭৫/২০২২)। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে উক্ত ফাহিমা বেগম গত ক’দিন যাবৎ ভবন নির্মাণ করছে। এ ব্যাপারে বাধা দিলেও তারা কোনো তোয়াক্কা করছে না। এছাড়াও বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করে বিদ্যুৎ মিটার স্থাপন করছে ও আরো জায়গা দখলের পাঁয়তারা করছে।
ফাহিমা বেগম জানান, আদালতের নিষেধাজ্ঞা আছে। তাদের মৌখিক অনুমতিতে বিল্ডিংয়ের কাজ করছি।
উক্ত ওয়ার্ডের মেম্বার শহীদ বৈদ্য জানান, জায়গাটি বেশ কয়েকবার মাপা হয়েছে। কোনো সমাধান হয়নি। আদালতে মামলা রয়েছে।