প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল
কোরআন-হাদিসের সঠিক জ্ঞানার্জনকারীরা পথভোলা মানুষকে আলোর পথ দেখায়
-----পীরজাদা মাওঃ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী
চাঁদপুর ডিসি অফিসের উত্তর পাশে জিটি রোডের বিষ্ণুদীস্থ আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টায় সামু গাজী বাড়ি সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে এ মাহফিলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরজাদা মাওঃ মীর মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী।
তিনি বলেন, আমি ৫০ বছর ধরে ওয়াজের মাঠে। দিক-দিগন্তে ইসলামের বিভিন্ন বিষয়ে ওয়াজ করছি। মানুষকে কখনো বিভ্রান্ত করিনি। আমি সুন্নি মাইন্ড। যেখানে মিলাদ দাঁড়িয়ে পড়ে আমিও সেখানে দাঁড়িয়ে যাই। আর যেখানে দেখি বসে বসে পড়ে, সেখানে আমি বসে যাই। তিনি আরো বলেন, কোরআন-হাদিসের সঠিক জ্ঞান অর্জনকারীরা পথভোলা মানুষকে আলোর পথ দেখায়। তারা কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। এখন সময় এসেছে মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করতে। যুগের প্রেক্ষাপটে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। এটাও একটি ফিতনা। বরং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আলো ছড়াই।
মাহফিলে সভাপতিত্ব করবেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। আরো বক্তব্য রাখেন চান্দ্রাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আল-আমিন, মমিনপাড়া দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ দ্বীন ইসলাম, আখন্দবাড়ি বাইতুল আমীন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হামিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা ফয়সাল আহমেদ, ব্যাংক কলোনী জামে মসজিদের খতিব মাওঃ মাসুদুর রহমান, মোল্লাবাড়ি আল-আমিন জামে মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।
পরে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন। মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, জেলা জাতীয় ইমাম সমিতির সহ-সভাপতি মাওঃ কেফায়েতুল্লাহ, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির জেলা সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।