প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পুরাণবাজার মহাপ্রভুর মন্দিরের তারকনাথকে
রূপার ত্রিশূল প্রদান করেন কৃতী খেলোয়াড় শেখর পাল
চাঁদপুর শহরের পুরাণবাজারের শত বছরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান বাতাসাপট্টিস্থ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে স্থাপিত তারকনাথ মন্দিরের শিবলিঙ্গে রূপার ত্রিশূল প্রদান করেছেন কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড় ও ব্যবসায়ী শেখর চন্দ্র পাল (এসকে পাল)। তিনি ১৪ ফেব্রুয়ারি বুধবার শ্রী পঞ্চমী তিথিতে ধর্মীয় বিধিবিধান মেনে, পূজা অর্চনার মধ্য দিয়ে বাবা তারকনাথের সন্তুষ্টি কামনায় মন্দিরে স্থাপিত শিবলিঙ্গে প্রায় শতাধিক ভরি রূপার তৈরি ত্রিশূল প্রদান করেন।
ত্রিশূল প্রদান কার্যক্রমে পৌরোহিত্য করেন মন্দিরের সেবাইত অনিক গোস্বামী ও দুলাল চক্রবর্তী। এই সময় মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা, বারোয়ারী দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক সাহা, সদস্য সুখান্ত সাহা টিটু, গিরীধারী সাহা, দীপু ধর, দীপক সাহা, উত্তম সাহা, নারু বণিকসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখর পাল বলেন, আমার অনেক দিনের ইচ্ছে ছিলো ভোলানাথের কাছে একটি ত্রিশূল দিবো। মানুষজনতো ঈশ্বরের জন্যে অনেক কিছু করে থাকেন। আমি তো আর সেইভাবে কিছু করতে পারছি না। তবে চেষ্টা করছি ভালো কাজের সাথে মানুষকে সঙ্গ দিতে। তিনি মহান সৃষ্টিকর্তার কাছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলের মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, দেশ ও জাতির কল্যাণ কামনায় পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রী শ্রী ব্রহ্মা পূজা, ১৭ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টায় শ্রী শ্রী রক্ষা কালী পূজা ও ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় শ্রী শ্রী হরি পূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত পূজাসমূহে সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করেছেন মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা।