প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গন্ধর্ব্যপুর (দঃ) ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৬ জনের মনোনয়ন জমা
রাজারগাঁও ইউপির উপ-নির্বাচনে ১১ জনের মনোনয়ন জমা
হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই তারিখে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা তথা রিটার্নিং কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন এ সকল মনোনয়নপত্র জমা রাখেন। উক্ত উপ-নির্বাচনগুলোর তফসিল ঘোষণা হয় গত ২৪ জানুয়ারি।
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র ক্রয় করলেও ৪ জন বাদে বাকি ১১ জন তাদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪শ’ ২৩ জন। গন্ধর্ব্যপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৭শ’ ৬০ জন।
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমাদানকারী প্রার্থীগণ হলেন : সিদ্দিকুর রহমান (পশ্চিম রাজারগাঁও), মিজানুর রহমান তালুকদার (মেনাপুর), শাহজাহান মিয়া (পূর্ব রাজারহাঁট), মফিজুর রহমান (পূর্ব রাজারগাঁও), আনোয়ার হোসেন (পূর্ব রাজারগাঁও), মনির হোসেন পাটোয়ারী (পশ্চিম রাজারগাঁও), আবুল কালাম (পশ্চিম রাজারগাঁও), রফিক পাটোয়ারী (পশ্চিম রাজারগাঁও), রফিকুল ইসলাম (পূর্ব রাজারগাঁও), মোহাম্মদ আক্তার হোসেন (পূর্ব রাজারগাঁও), হাজী মোঃ আবুল কালাম (মুকুন্দসার)।
অপরদিকে গন্ধর্ব্যপুর (দঃ) ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মনোনয়ন জমাদানকারী সদস্য পদে কার্তিক, ওহিদুল ইসলাম, খোরশেদ আলম, মীর হোসাইন, খলিলুর রহমান, মোঃ সফিউল্যাহ।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারি আপিল দায়ের, ১৯-২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।