প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দেশের জন্যে দায় ও শ্রদ্ধাবোধ থাকতে হবে
----জিল্লুর রহমান জুয়েল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, মাতৃভাষার জন্যে সালাম, বরকত, রফিক, জব্বার শহিদ হয়েছেন। ৩০ লাখ শহিদ ও অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই পরিবারের সাথে দেশের জন্যে দায় ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। এজন্যে শিক্ষার্থীদের অভিভাবক, বিশেষ করে মায়েরা সমাজে ভূমিকা রাখতে পারেন। শিক্ষকদের পাশাপাশি মায়েরা ভালো মানুষ হওয়ার প্রেরণা জোগাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের বদলাতে হবে। ভবিষ্যতে তোমরা হবে দেশের আইকন। আগামীর উন্নত রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষার্থীরা হবে কর্ণধার। এই শিক্ষাব্যবস্থার জন্যে সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির জন্যে সকলে প্রশংসা করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ নূর খানের সভাপ্রধানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রেজাউল করিম। বক্তব্য রাখেন একাডেমিক কো-অর্ডিনেটর রাজিয়া সুলতানা, আবুল কালাম আজাদ, সৌমিত্র কান্তি দাস, ফারজানা কামাল শবনম তানিয়া প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন ফারজানা আক্তার পান্না ও খালেদা আক্তার মিলি। এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের অষ্টম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী প্রখর পীযূষ বড়ুয়া ও নুসরাত জারা।