প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
চাঁসক রসায়ন বিভাগের সেমিনার সম্পন্ন
চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘রক্তে মোর মায়ের ভাষা, চেতনায় মোর শত সহস্র আশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের মূল ভবনের গ্যালারি কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপ্রধানে প্রদর্শক লিজা আক্তারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান। আলোচনা করেন সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন।
আলোচনা শেষে ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সুজন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।