প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিষ্ণুদী ফাজিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া
চাঁদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এবারের দাখিল ও ফাজিল ১ম বর্ষের পরীক্ষার্থীদের জন্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন। উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিংবডির সদস্য মোঃ মফিজুল ইসলাম মজুমদার, মোঃ মিজানুর রহমান, কবির হোসেন ভূঁইয়া প্রমুখ। সভাপতিত্ব করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন। মিলাদ কিয়াম শেষে দোয়া অনুষ্ঠিত হয়।