প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলব আদর্শ স্কুল
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল মতলবে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান ১২ ফেব্রুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ছালেহ আহমদ ও মোঃ কবির হোসেন দেওয়ানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুর রশিদ পাটওয়ারী, মতলব ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, সদস্য মোঃ নুরুজ্জামান, মোঃ শরীফ উল্লাহ পাটওয়ারী ও রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বোরহান উদ্দিন সরকার, মোঃ মোজাম্মেল হক, বিদ্যালয়ের ছাত্রী তামান্না আক্তার প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন সায়মা রহমান মুন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন ইসরাত জাহান অহনা।
অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ মালেক। এ সময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।