বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় ও দোয়ানুষ্ঠান

অনলাইন ডেস্ক
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় ও দোয়ানুষ্ঠান

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের বিদায় জানানো হচ্ছে এবং তাদের পরীক্ষার সাফল্য কামনা করে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ নিয়ে চাঁদপুর কণ্ঠের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা নিম্নের সংবাদগুলো পাঠিয়েছেন।

মতলবের লিটল স্কলার্স একাডেমি

রেদওয়ান আহমেদ জাকির ॥ মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম প্রধানীয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিটল স্কলার্স একাডেমির পরিচালক ও মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, বিদ্যালয়ের পরিচালক রোটাঃ মোঃ মনির হোসেন ও মোঃ আমির হোসেন খান।

অন্যান্যের বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, আল আমিন, মোঃ ফারুক, জান্নাতুল ফেরদৌসি, তাহমিনা আক্তার, মোঃ মাঈন উদ্দিন প্রমুখ।

পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিমা ইসলাম নোভা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির শিক্ষার্থী সিদ্রাতুল মুনতাহা বিন্তি, ৮ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, তানজিলা আক্তার প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন খাদিজা আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন সামিয়া ইসলাম ইকমা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক। গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক সুমন চন্দ্র সাহা। এ সময় বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়