বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করলেন জেলা প্রশাসক কামরুল হাসান

আবাহনীর কাছে ১২১ রানে হেরেছে অঙ্গনা ক্রীড়া সংগঠন

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
আবাহনীর কাছে ১২১ রানে হেরেছে অঙ্গনা ক্রীড়া সংগঠন

চাঁদপুর স্টেডিয়ামে ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লীগ। ১২ ফেব্রুয়ারি সোমবার লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি।

উদ্বোধনী দিনের ম্যাচে আবাহনী ক্রীড়া চক্রের কাছে ১২১ রানে হেরেছে অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন। আজ লীগের ২য় ম্যাচে অংশগ্রহণ করবে পূর্ব শ্রীরামদী ক্লাব ও ক্রিকেট কোচিং সেন্টার।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। খেলার শুরুতেই জেলার সাবেক ফুটবলার আব্দুস ছামাদ দেওয়ানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং খেলায় অংশ নেয়া দুদলের ক্রিকেটাররা কালো ব্যাজ ধারণ করে মাঠে নামেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব, কার্যকরী কমিটির সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী, তমাল ঘোষ, অ্যাডঃ হেলাল হোসাইন, শরীফ মোঃ আশরাফুল হক, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান খান বাদল, লীগ পরিচালনা কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য মজিবুল হক রাসেল, ইসমাইল হোসেন, সুমনসহ অন্যরা।

উদ্বোধনী দিনের ম্যাচে আবাহনী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রাফি ১০১ রান করেন। বল হাতে অঙ্গনার রাকিবুল ৩টি উইকেট লাভ করেন। অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন ২৯০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। দলটি ৩২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৬৮ রান করে। আবাহনী ১২১ রানের জয় নিয়ে মাঠে ছাড়েন। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন আবাহনীর রাফি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়