প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ
অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠনের জার্সি উন্মোচন
আজ সোমবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮টি দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে এ ক্রিকেট লিগ। আজ উদ্বোধনী ম্যাচে অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠনের সাথে মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উপলক্ষে রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অঙ্গনা এসএস সংগঠনের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ক্লাবের সভাপতি আবু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ক্লাবের উপদেষ্টা অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, ক্লাবের কর্মকর্তা মিজান শেখ, রাজা, ক্রিকেটার সোহাগসহ অন্যরা। দলটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন আবির হোন্ডা।