প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুবেদার (অবঃ) সামসুদ্দিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে
শর্ট পিচ টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন সংলগ্ন ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামসুদ্দিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শর্ট পিচ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মৃধার সভাপতিত্বে ও তরিকুল ইসলাম রিয়াদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সুবেদার (অবঃ) সামছুদ্দিন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বাংলাদেশ মুসলিম মেরিজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মফিজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম গোলাম নবী খোকন, আওয়ামী লীগ নেতা মালু সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইমতিয়াজ সরকার বাতেন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।
উল্লেখ্য, ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন পাহাড়েরচক স্বপ্ন ছায়া একাদশ বনাম কৃষ্ণপুর নাইচ ক্লাব। কৃষ্ণপুর নাইচ ক্লাব পাহাড়েরচক স্বপ্ন ছায়া একাদশকে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন টিভি কাপ পুরস্কার গ্রহণ করেন ও পরাজিত দল পাহাড়ের চক স্বপ্ন ছায়া একাদশ রানার্সআপ হয়ে তারাও টিভি পুরস্কার গ্রহণ করেন।