বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে আমির আজম রেজার মতবিনিময়

‘উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে’

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে আমির আজম রেজার মতবিনিময়

ফরিদগঞ্জের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম রাজা মিয়ার বড় ছেলে, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আমির আজম রেজা। ১১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার পিতা সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম রাজা মিয়ার রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে চলছি। কখনো অন্যায়ের সাথে আপস করিনি। সর্বদা আমার অগ্রজদের সম্মান করেছি, আমার অনুজদের সাধ্যমত পরামর্শ দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা, দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সম্মান দিয়েছেন। হয়ত আমার কপালে না থাকায় দলীয় শীর্ষ পদে আসীন হতে পারি নি। তা নিয়ে আক্ষেপ নেই। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে মাঠে নিরলস কাজ করেছি। যার ফসল হিসেবে নৌকার বিজয় হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন সমাগত। আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে। তবে দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করবো। এ বছর যেহেতু দলীয় প্রতীক ও দল মনোনীত প্রার্থী থাকবে না, আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবে।

সভায় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আঃ মান্নান পরান, আওয়ামী লীগ নেতা মাসুদ আমিন, সাবেক ব্যাংক কর্মকর্তা হাসান রাজা পাটওয়ারীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়