প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদগঞ্জ থানা পুলিশ মোঃ রাসেল সাজী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২০ পিচ ইয়াবাসহ আটক করেছে। আটককৃত ওই মাদক কারবারীর বাড়ি উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামে।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন পিরোজপুর বাজার হতে বিশকাটালী চৌমুহনী বাজার যাওয়ার পথে দর্পণ আলী বেপারী বাড়ির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মোঃ রাসেল সাজী (৩৪)কে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তাকে তল্লাশিকালে তার হেফাজত থেকে ১২০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল সাজী জানায়, সে দীর্ঘ দিন যাবৎ চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।