বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদেরগাঁও ইউনিয়নে বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে খাদেরগাঁও ইউনিয়নের গড়েভাঙ্গা তালুকদার বাড়ি ঈদগাহে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ হালিম তালুকদার।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তালুকদার এবিএম মুসার সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী ইত্তেকার আহমেদ ইফতির উপস্থাপনায় বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ঢালী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শোয়েব হোসেন রিপন তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার রোকেয়া বেগম, সাবেক ইউপি সদস্য মহসিন প্রধান, বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান (হিরণ মুন্সি), সমাজসেবক নয়ন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমান।

উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য জিলানী তালুকদার, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রধান, বোরহান সরকার, ছাত্রলীগ নেতা সবুজ প্রধানসহ অন্যরা। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়