বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দিলেন অ্যাডঃ সানজিদা মাহাবুব সুমি

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দিলেন অ্যাডঃ সানজিদা মাহাবুব সুমি

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের নারী রাজনীতিবিদদের পদচারণায় মুখরিত রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। সারাদেশে ৪৮টি আসনের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেছেন ১ হাজার ৫৫৬জন।

আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ফরিদগঞ্জের অ্যাডঃ সানজিদা মাহাবুব সুমি।

জানা গেছে, অ্যাডঃ সানজিদা মাহবুব সুমি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তিনবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর বড় মেয়ে। অ্যাডঃ সুমি ছাত্রজীবনে ২০০১-২০১১ সাল পর্যন্ত চাঁদপুর জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিলেন। জেলা ছাত্রলীগের মাঠে ময়দানে অবদান রেখেছেন ছাত্রলীগের মূল রাজনীতিতে।

তিনি চাঁদপুর জেলা বারের নিয়মিত সদস্য এবং মাদারীপুর বারেরও নিয়মিত সদস্য। চাঁদপুর জজ কোর্টে যুদ্ধ মামলার ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। মাদারীপুর জেলার সকল স্থানীয়, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ১/১১ পরবর্তী সময়ে রাজপথের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করেন। জামায়াত-বিএনপির চারদলীয় জোট শাসন আমলে ক্লিন হার্ট অপারেশন চলাকালীন সময়ে সপরিবার নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।

২০০১ ও ২০০৬ সালে বিএনপির নির্যাতিত স্বৈরাচার শাসন আমলের রাজপথের আন্দোলনে হরতাল, অবরোধ সমাবেশে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা পরিষদের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন তিনি।

ইতালী প্রবাসী আওয়ামী লীগের মহিলা সহ-সভাপতি ও বর্তমানে সর্বইউরোপ মহিলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজের জীবন রেখে ইউরোপের ৩২টি দেশে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ মোকাবেলা করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের রূপকল্প তুলে ধরেন।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক হয়ে আমার পিতা মরহুম মাহবুবুল বাসার কালু পাটওয়ারী রাজনীতির পিছনে জীবনের সকল সময় শেষ করেন, পরিবারের পিছনেও কোনো সময় দেননি। আমার দাবি নারী নেতৃত্বের দিক বিবেচনা করে এবং পারিবারিক দিক বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়