প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাটিলায় নিরিবিলি কফি হাউস উদ্বোধন
হাজীগঞ্জের ৮নং হাটিলা ইউনিয়নের হাটিলা গ্রামে টংগীরপাড় রোডে নিরিবিলি কফি হাউসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কফি হাউজটি উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির হোসেন প্রধানীয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সোহেল, ইউপি সদস্য খোরশেদ আলম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা হামিম, হাছান আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী প্রমুখ।
নিরিবিলি কফি হাউসের স্বত্বাধিকারী হেলাল উদ্দিন মিয়াজী বলেন, গ্রামীণ পরিবেশে কফি হাউজটি করা হয়েছে। এখানে ফাস্টফুড আইটেম পাওয়া যাবে।