প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শহীদ জাবেদ উবির ‘আবিদ স্যারে’র ইন্তেকাল
চাঁদপুর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ইংরেজি শিক্ষক এবং জিটি রোড উত্তর বিষ্ণুদী মোল্লা বাড়ি সংলগ্ন আল-আমিন জামে মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ আলী পাটোয়ারী স্যার আর বেঁচে নেই। তিনি ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা নিউরো সাইন্স হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন শুক্রবার বাদ জুমা জানাজা শেষে বাইতুত তাকওয়া মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির খান সুমন, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, মোঃ শামীম তালুকদার ও মরহুমের বড় ছেলে মোঃ সোহেল রানা। জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র মেয়ের জামাতা মাওঃ মোঃ মনিরুল ইসলাম।
মৃত্যুকালে আবিদ আলী পাটওয়ারী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে চাঁদপুর শহরসহ তরপুরচণ্ডী ও বিষ্ণুদী গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের জানাজা ৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ ডিসি অফিসের উত্তর পাশে জিটি রোডস্থ তালুকদার বাড়ি বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরহুমের বড় ছেলে মোঃ সোহেল রানা সোশ্যাল ইসলামী ব্যাংকে কর্মরত, ছোট ছেলে শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ম. নূরে আলম পাটওয়ারী এবং জামাতা মারফত আলী হাফেজিয়া কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।