বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

লোহাগড়ে সরকারি ২০ একর সম্পত্তি দখল করে মাছ চাষ

কর্তৃপক্ষ নীরব

সোহাঈদ খান জিয়া ॥
লোহাগড়ে সরকারি ২০ একর সম্পত্তি দখল করে মাছ চাষ

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চর লোহাগড়ে সরকারি সম্পত্তি দখল করে মাছ চাষাবাদ করা হচ্ছে। দীর্ঘ বছর ধরে এমনটি চললেও সরকারের পক্ষে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না।

জানা যায়, ১নং চর লোহাগড় ঝিলে প্রায় ২০ একর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি দখল করে প্রভাবশালী মহল মাছ চাষাবাদ করে আসছে। পূর্বে এসব খাস সম্পত্তিতে ধান চাষাবাদ করা হলেও বর্তমানে প্রভাবশালী ঝিল ব্যবসায়ীরা দখল করে রেখেছে। এরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মাছ চাষাবাদ করে নিজেদের ভোগদখলে রাখলেও প্রশাসন সম্পত্তি রক্ষার্থে এগিয়ে আসতে দেখা যায় না।

একটি সূত্র জানায়, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ঝিল ব্যবসায়ীরা জোরপূর্বক সরকারি সম্পত্তিতে মাছ চাষাবাদ করে ভোগদখল করে আসছে। এদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায় না। সরকারি সম্পত্তি রক্ষার্থে প্রশাসন কঠোর পদক্ষেপ নিবে বলে সচেতন মহল আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়