প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরের কৃতী সুসন্তান ড. শামসুল আলম (মোহন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত বুধবার প্রথমবারের মতো দু’দিনের সফরে চাঁদপুরে আসেন। ২৫ আগস্ট বুধবার সন্ধ্যায় তিনি চাঁদপুর সার্কিট হাউসে এসে পৌঁছলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রথমে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সার্কিট হাউজে নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় হয়।
উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ূন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।