প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শাহতলী কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ
চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার আয়োজনে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, এ মাদ্রাসাটি ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৬১ সালে কামিলে প্রতিষ্ঠা লাভ করে। এ মাদ্রাসার প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল অনেক ভালো।
তিনি আরও বলেন, মাদরাসার অবকাঠামোগত সমস্যা ছিল। তা সমাধান হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকলাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় নতুন একাডেমিক ভবন হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী সমাজকল্যাণমন্ত্রীকে।
মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।
আরো বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ও বাগাদী ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শাহতলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লা, মোঃ বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, মাওলানা মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষের জামাতা কচুয়া কাদলা ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রবিউল্লাহ, প্রভাষক মাওলানা আব্দুস সালাম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার মোঃ তালিমুল ইসলাম, মোঃ আল জাবের, অধ্যয়নরত ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফাযিল ১ম বর্ষের ছাত্র মোঃ মাহফুজ উল্লাহ ফাহিম ও ফাযিল ৩য় বর্ষের ছাত্র মোঃ মেহেদী হাছান।
উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কামাল হোসেন, প্রভাষক নাজির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ বাহাউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মাওলানা আব্দুল হালিম গাজী, হালিমা আক্তারসহ অন্য শিক্ষকবৃন্দ।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার-এর পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যরা।