প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলব দক্ষিণে আইএফআইসি ব্যাংকের পিঠা উৎসব
মতলব দক্ষিণে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশী (পিঠা) উৎসব-২০২৪ পালন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় আইএফআইসি ব্যাংকের নারায়ণপুর বাজার উপ-শাখায় এ উৎসবের আয়োজন করা হয়।
|আরো খবর
পিঠা উৎসবে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্যাংকের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল গণি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুলতান কাজী প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সায়েম মাস্টার, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জহিরুল ইসলাম, সমাজসেবক কাজী আবু সাঈদ, প্রবাসী আব্দুল হালিম তালুকদার, ছাত্রনেতা তালুকদার এবিএম মুসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি।
উৎসবে ব্যাংকের কর্মকর্তারা নিজস্ব অর্থায়নে ভাপা পিঠা, পুলি, মুড়ির মোয়া, পাটিসাপটা, চিকই, মিষ্টি, বাকরখানি পিঠাসহ হরেক রকম পিঠা তৈরি করে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করেন।