প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সাংবাদিক আলমগীরের মা-বাবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া
গত ২ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা হাজী মহসিন রোডস্থ পুুরাণআদালত পাড়া নিজ বাসায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীর মরহুম মা-বাবা সহ সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মুফতি আনোয়ারুল হক নেছারী। দোয়ানুষ্ঠানে আলমগীর পাটওয়ারীর বড়ো ভাই আঃ রহমান পাটওয়ারী মোস্তফা ও মেঝো ভাই খোকন পাটওয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমআর ইসলাম বাবু, পুরাণআদালত পাড়া জামে মসজিদের সহ-সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি কাজী মোঃ আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ আলমগীর আরজু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি কবির হোসেন মিঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিকসহ পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসলমানেরা কবরবাসীর জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীর মা কুহিনূর বেগম গত ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকা হার্ট ফাউন্ডেশন ইন্সটিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন, পিতা মরহুম মোঃ রঞ্জন আলী পাটওয়ারী ২০১৫ সালে পুরাণআদালত পাড়ায় নিজ বাসায় ইন্তেকাল করেন। ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে আলমগীর পাটওয়ারীর ভাই সাহেব আলী পাটওয়ারী চট্টগ্রাম পুলিশে চাকুরিকালীন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।