রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০

বিগত সরকার রাষ্ট্রের সকল কাঠামো নষ্ট করে গেছে : মোতাহার হোসেন পাটোয়ারী

বিগত সরকার রাষ্ট্রের সকল কাঠামো নষ্ট করে গেছে : মোতাহার হোসেন পাটোয়ারী
নুরুল ইসলাম ফরহাদ

সিনিয়র জুনিয়র নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ফরিদগঞ্জে ৫ম দিনের লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারী।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো বালিথুবার জনপদ। দোকানে দোকানে গিয়ে বিএনপির ৩১ দফার প্রচারপত্র তুলে দেন জনগণের হাতে। এই কর্মসূচি বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকদের উজ্জীবিত রাখছে।

লিফলেট বিতরণকালে মোতাহার হোসেন পাটোয়ারীর সাথে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম পাবক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন টেলু, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম খান, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের গাজী ও ডা. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহামুদুল হক স্বপন পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সচিব শারমিন করিম, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসাইন আবির প্রমুখ।

উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজার, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাটোয়ারী বাজার, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজারের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা উপস্থাপন করছেন, সেখানে বৈষ্যমহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করেছেন। আর আমরা তা প্রচার করছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। বিগত অনির্বাচিত সরকার রাষ্ট্রের সকল কাঠামো নষ্ট করে গেছে। সে কাঠামো ঠিক করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়