রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৫

ড্রিম হলিডে পার্কে রূপালী চাঁদপুরের বন্ধুদের মিলনমেলা

অনলাইন ডেস্ক
ড্রিম হলিডে পার্কে রূপালী চাঁদপুরের বন্ধুদের মিলনমেলা

বন্ধু মানে তুই আমি, তোরা; বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। রূপালি চাঁদপুরের ব্যানারে প্রতি বছরের ন্যায় এবারও সকল বন্ধুকে নিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রূপালী চাঁদপুরের বন্ধুরা ছুটে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে। ভোর ৬টায় বাসযোগে চাঁদপুর ত্যাগ করে দুপুর ১২টায় সেখানে পৌঁছে দিনভর আনন্দ উল্লাসে দিনটি উপভোগ করে। এ সময় ড্রিম হলিডে পার্কের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখা হয়।

মধ্যাহ্ন ভোজের পর কিছু সময় বিরতির পর ভ্রমণকে স্মৃতির অ্যালবামে ধরে রাখার জন্যে ফটোসেশন করে। পরে সকল সদস্য বৈঠকে মিলিত হয়।

এ সময় বন্ধুরা জানান, রূপালী চাঁদপুরের ব্যানারে আমরা যে যেখানেই থাকি, প্রতিবছর আমাদের এই মিলনমেলা অব্যাহত থাকবে এবং আমরা বন্ধুদের বিপদে-আপদে সকলেই একত্রিত হয়ে সবসময় একে অপরের পাশে থাকবো।

আয়োজকরা জানান, এবারের এই ভ্রমণ সত্যিই আনন্দদায়ক হয়েছে, যা মনে রাখার মতো। দিনভর এই আয়োজন সম্পন্ন করে বিকেলে ড্রিম হলিডে পার্ক ত্যাগ করা হয়। এই আয়োজনের দায়িত্বে ছিলেন রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন, সাধারণ সম্পাদক নূর হোসেন নূরু, সহ-সভাপতি নুরুল আমিন খান আকাশ, জুবায়ের আলম (বাপ্পী), যুগ্ম সম্পাদক নূরে আলম রিপন, গিয়াস উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলন, ক্রীড়া সম্পাদক মিন্টু বকাউল, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন আখন্দ, মিজান লিটন, গাউছুল আজমসহ রূপালী চাঁদপুরের বন্ধুগণ। পরিশেষে দিনব্যাপী আয়োজনের সুন্দর পরিসমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়