রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১

ফরিদগঞ্জে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব

শামীম হাসান
ফরিদগঞ্জে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব

ফরিদগঞ্জের পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘ আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামোন্টের ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের আহ্বায়ক শহিদ উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শাহজাহান কবির।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো ভালো উদ্যোগ সফল করা সম্ভব। টুর্নামেন্ট আয়োজন করতে যারা শুরু থেকে এ পর্যন্ত সহযোগিতা করেছেন সকলকে কৃতজ্ঞতা জানাই। উঠতি বয়সী ছেলেদের সকল প্রকার বিপথগামিতা থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর যুবদলের সভাপতি মো. ইমাম হোসেন পাটওয়ারী, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার আহম্মেদ, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের সাবেক সহ-সভাপতি নূরে আলম ভূট্টো, ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ছালাউদ্দিন মিয়াজী, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলম দুলাল।

টুর্নামেন্ট আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা বরকন্দাজ। ফাইনালে মুখোমুখি হয় রুদ্রগাঁও ফুটবল একাদশ ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো দলের গোল না হওয়ায় টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে এবারের আসরে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়