প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭
বিয়ে অনুষ্ঠানে দুই এমপি, ছাত্র-জনতার ঘেরাও, উত্তাল টাইগারপাস
নজিবুল বশর মাইজভাণ্ডারী বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রাম-২ আসনের বর্তমান সংসদ সদস্য।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভিযোগ, এই দুই সাবেক এমপি ক্ষমতায় থাকাকালে স্বৈরাচারী নীতির পৃষ্ঠপোষকতা করেছেন। তাদের উপস্থিতি জানার পরই ছাত্রজনতা কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে এবং স্বৈরাচারবিরোধী স্লোগান দিতে থাকে।
এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে, যা চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।
ডিসিকে/এমজেডএইচ