প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২২
মতলব উত্তরে মুক্তিযোদ্ধা সংসদের সংস্কার বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
মতলব উত্তর উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের সংস্কার বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১ফেব্রুয়ারি ২০২৫) ছেংগারচরস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
'খ' অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম আব্দুর রব।
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা এ বি শামীমের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার কাছে নানা প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন সংস্কার বিষয়ক চাঁদপুর জেলা কমিটির অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম, অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছানাউল্যাহ খান, ছেংগারচর পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ মতিন, সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা নায়েক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মন্টু, বীর মুক্তিযোদ্ধা মোহনপুর ইউনিয়ন কমান্ডার রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ।মুক্তিযোদ্ধা সংসদ সংস্কারসহ বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও সুযোগ সুবিধা পাওয়ার প্রক্রিয়া, মুক্তিযোদ্ধাদের অধিকারের নানা বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার কাছে প্রস্তাবনার বিষয়ে মতবিনিময় করা হয়