রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৩

হাজীগঞ্জে কৃষক হত্যার ঘটনায় আটক ১

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে  কৃষক হত্যার ঘটনায়  আটক ১
হাজীগঞ্জে হত্যার শিকার কৃষক মো. সেলিম হোসেন কবিরাজ।

মো. সেলিম হোসেন কবিরাজ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছেলে সুমন হোসেন। এতে ৭ জনকে নামীয় ও একাধিকজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ নুরু মিয়া নামে ১জনকে আটক করেছে। বাকিরা পলাতক থাকলেও তাদেরকে আটকের জন্যে জোর অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সেলিম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েস্বর গ্রামের কবিরাজ বাড়ির আবুল কালাম কবিরাজের ছেলে। তিনি পেশায় কৃষক এবং ৪ সন্তানের জনক। লাশের ময়নাতদন্ত শেষে শনিবার (১ জানুয়ারি ২০২৫) বাদ আসর জানাজা শেষে সেলিম কবিরাজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইমান হোসেন ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, কৃষক সেলিমের সাথে আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজের গত বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) বিকেলে স্থানীয় মাঠে ধান রোপণ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ঘটনাটি রাতেই স্থানীয়রা সমাধান করে দেয়। কিন্তু আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজ প্রভাবশালী হওয়ার কারণে তাদের পক্ষে স্থানীয় আরো বেশ কিছু লোক অংশ নেয়। এর পরের দিন শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) পরিকল্পনা করে জুমার নামাজের পূর্বে স্থানীয় মসজিদের পাশে লাঠিসোটা এনে রাখা হয়। নামাজের পর সেলিমকে একা পেয়ে তার ওপরে হামলে পড়ে প্রভাবশালী পরিবারটিসহ তাদের সহযোগী গং।

সেলিমের স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে শারমিন জানান, পরিকল্পনা করে স্থানীয় বাসিন্দা আলিজ্জামানের ছেলে চাঁন মিয়া, আজিজ মিয়া, তারা মিয়া ও নুরু মিয়া, আব্দুর রবের ছেলে আকবর, আনিস, আনিছের ছেলে জাহাঙ্গীর, রোশেদ, মেহেদী, মোতালেব কাজীর ছেলে রিয়াদ, খালেকের ছেলে নাছিরসহ প্রায় ৩০ জন হামলা করে সেলিমকে হত্যা করে।

সেলিমের ছেলে সবুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে তার বাবাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ইতোমধ্যে নুরু মিয়া প্রকাশ নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়