রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫

বাকিলা আদর্শ একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল
বাকিলা আদর্শ একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জের বাকিলা আদর্শ একাডেমীর স্কুল ও মাদ্রাসা শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ও মেধাবী কোমলমতি শিশু শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।

বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ফিল্ড অফিসার মো. হাসান মজুমদার, বাকিলা আদর্শ একাডেমীর পরিচালক মোস্তফা হোসাইন বাবুল, অ্যাড. রেজাউল করিম শামীম, তাজুল ইসলাম, শাহজাদী আসমা রহমান, আবুল ফারাহ্, আব্দুল করিম সর্দার, সাবেক ইউপি সদস্য এমএ হান্নান, ব্যবসায়ী মোবাশ্বের মোল্লা প্রমুখ।

বাকিলা আদর্শ একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এমএম বজলুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সেলামত উল্যাহ গাজী, সদস্য রহমত উল্যাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের আরবি শিক্ষক হাফেজ হাসান। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মো. সাইফুদ্দিন। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওমাইজা ইসলাম, সুমাইয়া আক্তার শিফা ও মরিয়ম তাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল ও মাদ্রাসা শাখার সকল শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়