প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ৩১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথি বলেন, এ বিদ্যালয়টি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাহতলী কামিল মাদ্রাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এ এলাকায়। সব প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন সিনিয়র সাংবাদিক সোহেল রুশদী সাহেব। ফলাফলও সাফল্যজনক। সবাইকে শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করতে হবে। স্কুল ম্যানেজিং কমিটির সাংবাদিক সোহেল রুশদীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ একটি মহতী উদ্যোগ। অন্যরা এ ব্যাপারে অনুকরণ করতে পারে। তোমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে তোমরা হলো কারিগর।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি, সভাপতিসহ অন্য অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, মাওলানা আব্দুল মান্নান, মোঃ নেছার আহমেদ খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, খণ্ডকালীন শিক্ষক মোঃ মেহেদী হাসানসহ শিক্ষকবৃন্দ।