শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুর সেতুতে আলোর ব্যবস্থা জরুরি
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চাঁদপুর সেতুটি সন্ধ্যা ঘনিয়ে আসলে অন্ধকারে ডুবে যায়। প্রতিদিন ভোর হতে গভীর রাত পর্যন্ত সেতুটি যানবাহন চলাচলে ব্যস্ত থাকে। কিন্তু সন্ধ্যার পর হতে সেতুটি অন্ধকারাচ্ছন্ন হলে সেতু এলাকা অনিরাপদ হয়ে পড়েছে।

রাত ১০টার পর সেতুতে অনেকে ঘুরতে আসে। কিন্তু সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এখানে কিছু খারাপ প্রকৃতির লোক মাদক ব্যবসা, মাদক সেবন ও পাচারের কাজে লিপ্ত থাকে। রাত ১২টার পরে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা নিয়ে যারা আসে, তারা সেতুতে মাদক ব্যবসার উদ্দেশ্যে জোটবদ্ধ থাকে।

একটি সূত্র জানায়, প্রায় রাতে মাদক ব্যবসায়ীরা মাদকের টাকা নিয়ে ঝগড়া করে থাকে। এ ঝগড়াকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। জনস্বার্থে চাঁদপুর সেতুতে আলোর ব্যবস্থা করা একান্ত জরুরি বলে স্থানীয়রা মনে করেন। এ ব্যাপারে চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়